ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাতারে ই-পাসপোর্ট পেতে প্রবাসীদের ভোগান্তি পোহাচ্ছে

সজল মালাকার, কাতার

প্রকাশিত : ২৩:৪৪, ২৮ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

কাতার বাংলাদেশ দূতাবাসে কর্মী সংকটের কারণে ই-পাসপোর্ট কার্যক্রমে ভোগান্তি পোহাচ্ছে প্রবাসীরা। দূতাবাসে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মিলছে না প্রবাসীদের কাঙ্খিত ই-পাসপোর্ট সেবা। 

প্রতিদিন পাসপোর্ট নবায়ন করতে আসা আড়াইশ থেকে তিনশ জন ভিড় করেন কাতার বাংলাদেশ দূতাবাসে। তবে একটি ই-পাসপোর্ট বুথ থাকায় মাত্র ৩০-৪০টি আবেদন গ্রহণ করতে পাচ্ছে দূতাবাস। এতে ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে বলে প্রবাসীরা অভিযোগ করেন। 

চলতি বছরের গত এপ্রিল মাসে কাতারে চালু হয় ই-পাসপোর্ট কার্যক্রম। এতে আনন্দিত হয়েছিলেন প্রবাসীরা। তবে লোকবল কম থাকায় বর্তমান ভোগান্তি পোহাচ্ছে প্রবাসিরা। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ই-পাসপোর্ট প্রত্যাশীদের সেবা দেয়ার জন্য মাত্র একজন কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া একটি মাত্র ই-পাসপোর্ট বুথ নিয়ে ধীর গতিতে চলছে সেবা কার্যক্রম। তাই দ্রুত এই সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসীরা।

এদিকে ই-পাসপোর্ট সেবা দেওয়া জন্য দূতাবাসের কর্মী সংকটের কথা এবং প্রবাসীদের ভোগান্তির কথা শিকার করে নিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। 

তিনি জানান, পাসপোর্টের দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কর্মী সংকটের কথা লিখিত আকারে জানানো হয়েছে। অচিরেই এর সমাধান মিলবে। 

উল্লেখ্য, কাতারে চার লাখের বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন। 

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি